মাসে আয় হবে 75000 টাকা! বাড়িতেই খুলে ফেলুন নির্ঝঞ্জাট ব্যবসা

[ad_1]

বর্তমানে অনেকেই চাকরি নিয়ে বিরক্ত হয়ে রয়েছেন। অফিসের চাপ থেকে শুরু করে কম বেতন- সব মিলিয়ে অনেকেই চাইছেন নতুন করে ব্যবসা শুরু করতে। আপনিও যদি সেই তালিকাতেই থাকেন, তবে এ খবরটি আপনার জন্য। এমন একটি চমৎকার ব্যবসার আইডিয়া দেওয়া হচ্ছে, যেখান থেকে আপনি প্রতি মাসে 75 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

500 Rupees Note
বাড়িতেই খুলে ফেলুন নির্ঝঞ্জাট ব্যবসা

এখানে বলা হচ্ছে কাগজের তৈরি ডিসপোজেবল গ্লাসের ব্যবসার বিষয়ে। বর্তমানে দেশে ডিসপোজেবল গ্লাস ও প্লেটের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে অনেকেই ডিসপোজেবল কাপ ও প্লেটের মাধ্যমে ব্যবসা করে অর্থ উপার্জন করছেন। প্লাস্টিক নিষেধাজ্ঞার পর দেশে কাগজের ডিসপোজেবল গ্লাস ও প্লেটের চাহিদা বেড়ে গিয়েছে। এই ব্যবসায় দারুণ আয়ের সম্ভাবনা রয়েছে।

Business Ideas: মাত্র 20 হাজারে শুরু করুন এই সহজ ব্যবসা! প্রতি মাসে আয় হবে মোটা টাকা

মাথায় রাখতে হবে কারখানায় কাগজের ডিসপোজেবল গ্লাস তৈরির এই ব্যবসা শুরু করতে হলে ছোট-বড় মেশিন বসাতে হবে। প্রাথমিক ভাবে কারখানা না পাওয়া গেলে বাড়ির একটি ঘরেই ছোট মেশিন বসাতে পারেন। এর মাধ্যমে কাগজের তৈরি ছোট ডিসপোজেবল গ্লাস তৈরি করা সম্ভব হবে। বাড়িতে অল্প খরচেই এই ছোট মেশিন ইনস্টল করতে পারেন।

কম খরচেই শুরু করুন লাভের ব্যবসা।

মেশিন কেনার পর উৎপাদন শুরু করতে হবে। তাই উৎপাদন শুরু করার আগে কাঁচামাল কিনতে হয়। এক্ষেত্রে আপনার কাঁচামাল হতে পারে কাগজের রিল। পেপার মিল থেকে এমন রিল সংগ্রহ করতে পারেন।

টাকার অভাব থাকলে সাহায্য করে সরকার

বর্তমানে সরকারও যুবকদের ব্যবসায় উৎসাহ দিচ্ছে। আপনার যদি টাকা না থাকে, তবে কেন্দ্র সরকারের মুদ্রা যোজনার আওতায় ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। যদি আপনার ব্যবসা ভালো চলে, তাহলে এর মাধ্যমে আপনি প্রতি মাসে 75 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

আপনার ক্রেতা হবে কারা?

কাগজের গ্লাস বা প্লেট তৈরি হলে প্রথমেই তো বাজারে বিক্রি করা সম্ভব নাও হতে পারে। তাই আগে থেকে প্রস্তুত হতে হবে। পাড়ার দশকর্মা দোকানগুলোতে কথা বলে রাজি করিয়ে নিজের তৈরি কিছু জিনিস দিতে হবে। ধীরে ধীরে এই পরিধি পাড়া ছাড়িয়ে গ্রাম, জেলায় নিয়ে গিয়ে ফেলতে হবে। তবেই ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধি পাবে। এছাড়া, অনলাইনেও নিজের জিনিস বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে নিজের ক্রেতা সংগ্রহ করতে পারেন।

[ad_2]

Source link