চাহিদা থাকলেও জোগান নেই, আনকোরা এই ব্যবসায় মুঠো মুঠো টাকা আসবে হাতে

[ad_1]

কলকাতা: ফ্যাশন হোক বা খাবার- দেখা গিয়েছে যে প্রথম বিশ্বের ঢেউ সব সময়েই পরে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বে। কিন্তু যখন এসেছে, বিশাল বাজার ধরে নিতে সময় নেয়নি। বিদেশের মতো আজকাল আমাদের রাজ্যেও ঘরোয়া পিৎজ্জা বা কেক-পেস্ট্রির ব্যবসায় ভালই মুনাফা অর্জন করছেন অনেকে, প্রসিদ্ধ দোকানের বদলে বাড়ছে এমন ঘরে তৈরি খাবারের চাহিদা। পার্সোনাল ফিজিক্যাল ইনস্ট্রাকটরের চাহিদাও আজকাল ওদেশের মতো আমাদের দেশে বিশাল।

ফলে, এরকম বেশ কিছু ব্যবসার জায়গা খোলা আছে, যেগুলো গুছিয়ে করে উঠতে পারলে উপার্জন নিয়ে আর চিন্তা থাকবে না। দেখে নেওয়া যাক সেরকমই তিন ব্যবসার কথা।

আরও পড়ুন: কোন কোন স্কিমে টাকা রাখলে ডবল হবে ? দ্বিগুণ হতে কত সময় লাগবে জেনে নিন

থিম ভিত্তিক মিষ্টি

বাঙালির পাতে সকাল-সন্ধ্যা জুড়ে থাকে এই খাবার। বিশেষ বিশেষ উপলক্ষ্যে দোকানে নির্দিষ্ট কিছু মিষ্টির দেখা মেলে বটে, যেমন- শুভ বিজয়া ছাপ সন্দেশ, ভাইফোঁটা সন্দেশ ইত্যাদি। কিন্তু বাঙালি নতুন কিছু খুঁজছে। থিম ভিত্তিক মিষ্টির চল আমাদের দেশে এখনও হয়নি, কেন না, জোগান দেওয়ার উৎসের অভাব। এই চাহিদার জায়গাটাকেই সম্বল করে নেমে পড়া যায়। গ্রাহকের অর্ডার মতো বানিয়ে ডেলিভারি করা নানা আকারের, নানা থিমের মিষ্টি। বিয়ের তত্ত্ব হোক বা জন্মদিন, সবেতেই এর চাহিদা থাকবে। দরকার শুধু মিষ্টি তৈরির হাত আর একটা ভাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম- অর্ডার আপসে আসতে থাকবে।

আরও পড়ুন: পলিসি চলাকালীন প্রিমিয়ামের টাকা বাড়ানো বা কমানো যায়? LIC-র নিয়ম জেনে নিন

বয়স্কদের যত্নআত্তি

এখনও পর্যন্ত আমাদের দেশে এই ধরনের উদ্যোগ নিয়েছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু চাহিদার তুলনায় তা কিছুই নয়। বয়স্কদের কত রকমের সাহায্যের দরকার হয়- বাজার করা, ব্যাঙ্কে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়া, বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া, ঘরের কোনও দরকার- সব সময়েই তাঁদের সাহায্য প্রয়োজন। বিশেষ করে বর্তমানে বাড়ছে একা বয়স্ক মানুষের সংখ্যা, ছেলে-মেয়েরা যাঁদের সঙ্গে থাকতে পারেন না। নামমাত্র মূল্যে যদি এই পরিষেবা দেওয়া যায়, তা জনপ্রিয় হতে সময় লাগবে না, লাগবে শুধু লোকবল। এর পর বিন্দু বিন্দু উপার্জন সিন্ধু হতে সময় নেবে না মোটেই।

পোষ্যদের বেড়াতে নিয়ে যাওয়া

পেট কেয়ার হাব নয়, এখানে শুধুমাত্র পোষ্যদের বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এই সময়টা কর্মব্যস্ততার যুগে সবার হাতে থাকে না। বিদেশে এই পরিষেবার রমরমা চাহিদা, হলিউডের বহু ছবিতে নায়ক-নায়িকাকে আমরা দেখেছি এই কাজ করতে। এখানেও যদি এই পরিষেবা দেওয়া যায়, আগ্রহী ক্লায়েন্টের অভাব হবে না। সকালে আর বিকেলে সামান্য একটু সময় দিলেই তা থেকে মোটা উপার্জনের রাস্তা পাকা হয়ে উঠবে।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

[ad_2]

Source link